[gtranslate]

ইসলামের সাথে প্রতিদিন -ঊপার্জন এবং জীবিকা


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ / ২২৭
ইসলামের সাথে প্রতিদিন -ঊপার্জন এবং জীবিকা

মহান আল্লাহ তায়ালা বলেন,”অতপর সালাত আদায় শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ কর”।(সূরা-জূমাআ-১০)

আবু হুরায়রা(রাঃ) থেকে বর্নিত,আল্লাহর রাসূল সাঃ বলেন,”কারো নিকট হাত পাতা খুব খারাপ কাজ।তোমাদের মধ্যে সে যেন রশি ও কুঠার নিয়ে কাঠ সংগ্রহের জন্যে পাহাড়ে যায় এবং তা পিঠে করে বয়ে এনে বিক্রি করে খাওয়া,কোন ব্যক্তির নিকট  এসে ভিক্ষা করার চেয়ে ঊত্তম।সে দিক বা না দিক।”(সহীহ বুখারি-১৪৭১)

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক মিডিয়া