মহান আল্লাহ বলেন,” মানুষের জন্যে নিজের গাল ফুলায়ো না এবং জমিনে উদ্ধত ভাবে আচরন করো না। কারন আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে ভালবাসে না।”(সূরা লোকমান-১৮)
আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ থেকে বর্নিত,নবী করিম সাঃ বলেন,যার অন্তরে অনু পরিমান অহংকার থাকবে,সে জান্নাতে যাবে না।এক লোক বলল,মানুষতো ভালবাসে ,তার পোষাক সুন্দর হউক এবং তার জুতা সুন্দর হউক।তাহলে?আল্লাহ সুন্দর ,তিনি সৌন্দয্যকে ভালবাসেন।(সুন্দর পোষাক ও সুন্দর জুতো ব্যবহার অহংকার নয়)বরং অহংকার হল,সত্য প্রত্যাখ্যান ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।”।(মুসলিম-৯১,তিরমিযী-১৯৯৮)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :