[gtranslate]

ইসলামের সাথে প্রতিদিন-অশ্লীল বা অপ্রয়োজনীয় কথা


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ / ১৭৮
ইসলামের সাথে প্রতিদিন-অশ্লীল বা অপ্রয়োজনীয় কথা

পৃথিবীতে যত দাংগা ফ্যাসাদ ,যুদ্ধ ও বিশৃংখলা সৃষ্টি হউক না কেন তার মূল কারন সামান্য কথা।অর্থাৎ কথাই সব রক্তারক্তির মূল।

নবী করিম সাঃ এরশাদ করেন,”যে চুপ থাকে সেই মুক্তি পাবে।”(তিরমিজি)যে যত বেশী কথা বলবে তার কত বেশী ভুল বা মিথ্যা থাকার সম্ভাবনা থেকে যাবে।আর যত মিথ্যা কত গুনাহ।হাদিশে জিহ্বা বা কথা সংযত করার ্যাপারে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।

নবী করিম সঃ বলেছেন,” যে ব্যক্তি নিজের লজ্জাস্হান ও জিহ্বার ব্যপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জন্যে জান্নাতের জিম্মাদার হবো।”(সহীহ বুখারি) তাই,জ্ঞানীরা সব সময় কম কথা বলে।

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক মিডিয়া