মহান আল্লাহ বলেন,”প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।যতক্ষন না তোমরা(মৃত্যুবরণ করে) কবরে ঊপস্হিত হও।কক্ষনও নয়,তোমরা অচিরে জানতে পারবে।আবার বলি,কক্ষনও নয়,তোমরা অচিরেই জানতে পারবে।সত্যিই,তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা জানতে(ঐ প্রতিযোগিতার পরিনাম)(সূরা তাকাসূর-১-৫)
আবু সাঈদ কুদরি রাঃ বলেন,রাসূল সাঃ মিম্বরে বসলেন এবং আমরা তার আশেপাশে বসলাম।অতপর তিনি বললেন,আমি তোমাদের ঊপর যার আশংকা করছি তা হল এই,তোমাদের ঊপর দুনিয়ার শোভা এ সৌন্দর্য্য(এর দরজা) খুলে দেয়া হবে।”(সহীহ বুখারী-১৪৬৫)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :