[gtranslate]

ইসলামী শিক্ষায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করলেন বিখ্যাত গায়ক –


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২২, ২:৩৪ পূর্বাহ্ণ / ১৮২
ইসলামী শিক্ষায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করলেন বিখ্যাত গায়ক –

ছবি- সংগৃহীত

ইসলামী শিক্ষায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন বৃটেনের বিখ্যাত গায়ক ডাচবিলি। এই সিদ্ধান্তের পিছনে ভূমিকা রেখেছে ইসলামী শিক্ষার প্রতি তার অসাধারন মুগ্ধতা।

বুধবার সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিঊজ এবিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ মাধ্যমটি জানায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে াডাচবিলিকে এক আলেমের নিকট কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করতে দেখা যায়।এই গায়কও তার ইনিষ্টাগ্রাম একাউন্টে নিজের ইসলামে দীক্ষিত হওয়ার ভিটিওটি শেয়ার করেছেন।

সূত্রে জানা যায়,ইসলামী শিক্ষায় মুগ্ধ হয়ে তিনি ইসলামে প্রবেশ করেন।ইতিপূর্বে তিনি বেশ কিছু ইসলামী ধর্মীয় বই পড়েছেন॥তারপর ইসলাম গ্রহনের জন্যে ডাচবিলি সিদ্ধান্ত গ্রহন করেন।

বিডি টুডে নিঊজ

সূত্র-এক্সপ্রেস নিঊজ