[gtranslate]

ইসলামী শিক্ষায় অনুপ্রানিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন মার্কিন তরুনী।


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২২, ১:২৪ পূর্বাহ্ণ / ১৮৫
ইসলামী শিক্ষায় অনুপ্রানিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন মার্কিন তরুনী।

ছবি- সংগৃহীত

শান্তির ধর্ম ইসলামের শিক্ষাগত অনুপ্রানিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন মার্কিন তরুনী টিফিন স্মিথ।

১৫ ই মার্চ ২০২১ সনে জামিয়া বানুরিয়া মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে দীক্ষিত হন।

এ সময় তাকে কালিমা এ শাহাদাত পাঠ করান জামিয়া বানুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান নাঈম।ইসলাম গ্রহন সম্পন্ন হলে তাকে শুভেচ্ছাও জানান তিনি॥

সৌদি আরব ভিত্তির প্রভাবশালী গনমাধ্যম আল আরাবিয়া জানায়,৪২ বছর বয়স্কা ঐ নারী যুক্তরাষ্ট্রের নাগরিক।তিনি জানান,আমি পবিত্র কোরান অধ্যায়ন করেছি এবং ইসলামের শিক্ষা আমাকে ইসলাম গ্রহনে অনুপ্রানিত এ প্রভাবিত করেছে।

জামিয়া বানুরিয়ার প্রিন্সিপাল তার নাম রেখেছে আৎেশা আমিনা।যার বাংলা অর্থ নিশ্চিন্তে জীবন।

ইসলাম গ্রহনের পর নতুন জীবনের অনুভূতি জানিয়ে আয়শা আমিনা বলেন,ইসলামই নারীদের অধিকার সবচেয়ে বেশী নিশ্চিত করেছে।শ্বাশত এই ধর্ম গ্রহন করে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি।
সূত্র- আল আরাবিয়া
বিডি টুডে নিউজ