[gtranslate]

ইসলামী দর্শন-রাসূলের আনুগত্য বাধ্যতামূলক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২, ২০২২, ১:১৩ অপরাহ্ণ / ২০০
ইসলামী দর্শন-রাসূলের আনুগত্য বাধ্যতামূলক-

ছবি-অংকনে-রাশমিতা

মহান আল্লাহ বলেন,হে নবী! লোকদেরকে বলে দাও,”যদি তোমরা আল্লাহকে ভালবাস,তাহলে আমার অনুসরন করো,আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন।তিনি বড়ই ক্ষমাশীল এবং করনাময়।তাদেরকে বলো,আল্লাহ ও রাসূলের আনুগত্যে করো।তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহন না করে,তাহলে নিশ্চিতভাবেই  আল্লাহ এমন লোকদের ভালবাসবেন না,যারা তার ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে।”(সূরা আল ইমরান-৩১ঃ৩২)

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা