মাহাবুবুল আলম মুন্না-
মহান আল্লাহ বলেন,”নিশ্চয় তিনি তোমাদের ঊপর হারাম করেছেন মৃত জন্তু,রক্ত শূকরের গোশ্ত এবং যা গায়রুল্লাহ(পীর,আউলিয়া অর্থাৎ ব্যক্তি বিশেষ)নামে যবের করা হয়েছে।সুতরাং য বাধ্য হবে,অবাধ্য বা সীমা লংঘনকারী না হয়ে ,তাহলে তার কোন পাপ নাই।নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল,পরম দয়ালু(সূরা বাকারা-২ঃ১৭৩)
আবু হুরাইরা থেকে বর্নিত আছে,তিনি বলেন,রাসূল সাঃ বলেছেন,”মানব জাতির কাছে এমন এক জামানা আসবে,যখন মানুষ কামাই রোজগারের ব্যাপারে হালাল-হারামের কোন বিচার বিবেচনা করবে না”।(সহীহ বুখারি-৩/২০৫৯)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক অনলাইন পত্রিকা
আপনার মতামত লিখুন :