গোলাম ও বাদী মুক্তি দেওয়ার ব্যপারে মহান আল্লাহ তায়াল বলেন,”কিন্তু সে সংকটে প্রবেশ করল না।তুমি কি জান যে,সেই গিরি সংকট কি?তা হচ্ছে দাসকে মুক্তি দেয়া।”(সূরা বালাদ,আয়াত-১১-১৩)
আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত,তিনি বলেন,রাসূল সাঃ আমাকে বলেন,”যে ব্যক্তি কোন মুসলিম ক্রীতদাস মুক্ত করবে,আল্লাহ ঐ ক্রীতদাসের প্রতিটি অংগের বিনিময়ে তার একেকটি অংগকে(জাহান্নামের)আগুন থেকে মুক্ত করবেন।এমনকি তার গুপ্তাংগের বিনিময়ে তার গুপ্তাংগও।(মুক্ত করে দেবেন)-(সহীহ বুখারী-২৫১৭,মুসলিম-১৫০৯)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :