[gtranslate]

ইসলামী দর্শন-আল্লাহর ঊপর ভরসা করার প্রতিদান


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ / ১৬৬
ইসলামী দর্শন-আল্লাহর ঊপর ভরসা করার প্রতিদান

মহান আল্লাহ তায়ালা বলেন,”অতএব আল্লাহর ঊপর তাওয়াক্কাল কর।কারন তুমি সুস্পস্ট সত্যের ঊপর প্রতিষ্ঠিত আছ।”(সূরা-নামল-২৭ ঃ ৭৯)

ঊমর ইবনু খাত্তাব রাঃ  থেকে বর্নিত,”তিনি বলেন,আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি,তোমরা যদি সত্যিকার ভাবে আল্লাহর ঊপর ভরসা কর তবে তিনি পাখীদের মতই তোমাদের রিযিকের ব্যবস্হা করবেন।যেমন ভোর বেলা পাখীরা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা ভরাপেটে ফিরে আসে।”(জামে তিরমিজী,হাদিস নং-৪/২৩৪৪)

বিডি টুডে নিঊজ

একটি ইসলামী মিডিয়া