[gtranslate]

ইসলামকে জানতে গিয়ে মুসলিম হলেন ভারতের বিখ্যাত মোটিভেশনাল বক্তা ও শিক্ষিকা সাবরিমালা জয়াকান্হন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ / ২১৮
ইসলামকে জানতে গিয়ে মুসলিম হলেন ভারতের বিখ্যাত মোটিভেশনাল বক্তা ও শিক্ষিকা সাবরিমালা জয়াকান্হন-

ছবি- সংগৃহীত

ইসলামকে কাছ থেকে জানতে ও বুঝতে মক্কা সফর করেছিল তামিনাড়ুর বিখ্যাত অনুপ্রেরনামূলক বক্তা ও শিক্ষিকা সাবরিমালা জয়কান্হন।আর তার এই সফরই তার জীবন পুরোপুরি বদলে দিল।কাবার পবিত্র কিসওয়াহ স্পর্শ করে তিনি ইসলাম গ্রহন করলেন।নাম রাখেন ফাতিমা সাবরিনালা।

প্রথমবারের মত মক্কা সফরে গিয়ে ফাতিমা বলেন,”মুসলমানদের প্রতি সারা বিশ্বে এত ঘৃনার কারন কি? নিজেকে এই প্রশ্ন করার পর ,নিরপেক্ষভাবে কুরআন পড়া শুরু করলাম।যতই পড়ি সত্যিটা জেনেছি।এই কুরআন যে মানুষের বানী নয় তা আমি উপলব্ধি করেছি।এখন আমি আমার নিজের চেয়েও ইসলামকে বেশী ভালবাসি।আমিএকজন মুসলিম হতে পেরে গর্বিত।

একথা বলার পর সব মুসলমানের প্রতি আমার অনুরোধ,প্রত্যেকের নিকট কুরানের বার্তা পৌছে দেয়া হউক।মুসলিমদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আপনাদের ঘরে একটি দুর্দান্ত ও অসাধারন বই আছে।এটাকে কেন লুকিয়ে রেখেছেন?এই কুরআন বিশ্ববাসীকে পড়ার সূযোগ করে দিন।সত্যটা জানার জন্যে কুরআন পড়া দরকার।

১৯৮২.সালের ২৬ শে ডিসেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহন করেন সাবরিমালা।তার বিয়ে হয় জয়াকান্হনের সাথে।তার এক ছেলে না জয়াচোলান।পেশায় সাবরিমালা একজন শিক্ষিকা।

পরবর্তীতে দেশের জন্যে কাজ করার কথা ভেবে চাকরী থেকে ইস্তফা দেন সাবরিমালা।তার ইচ্ছে গোটা ভারতে একটি একক শিক্ষা ব্যবস্হা গড়ে ঊঠুক।তার মতে নিট পরীক্ষার কোন দরকার নাই॥এক পর্যায়ে নিট পরীক্ষা বন্ধ করার দাবীতে তিনি অনশন শুরু করেন।

২০০২ সাল থেকে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন সাবরিমালা।শিক্ষায় সমতা ও মেয়েদের অধিকার এর দাবীতে তিনি বারবার সরব হয়েছেন।সমাজে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সাবরিমালা।

সূত্র-পুরের কলম

বিডি টুডে নিঊজ

চট্টগ্রাম থেকে প্রকাশিত/