[gtranslate]

ইসরাইলি ঊগ্র সেনার গুলিতে আল জাজিরার নারী সাংবাদিক নিহত-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১২, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ / ১৫৯
ইসরাইলি ঊগ্র সেনার গুলিতে আল জাজিরার নারী সাংবাদিক নিহত-

ছবি- সংগৃহীত

আল জাজিরার একজন নারী সংবাদিককে ফিলিস্হিনের অধিকৃত পশ্চিম তীরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি ঊগ্র সেনারা।নিহিত সাংবাদিকের নাম শিরিন আবু আকলেহ।

ফিলিস্হিন স্বাস্হ্য মন্ত্রনালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানায়,বুধবার পশ্চিম তীরের জেনিন শহরের ইসরাইলি সেনাদের অভিযানের সময় দায়িত্ব পালনকালে শিরিন আবু আকলেহ ঊপর গুলি চালানো হয়।গুরুত্তর অবস্হায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আল জাজিরার নিদা ইব্রাহিম জানান,তাকে মাথায় গুলি করা হয়।ফিলিস্হানের রামাল্লাহ থেকে ঘটনা সম্পর্কে তিনি জানান,এখন পর্যন্ত আমরা জানি পাকিস্তানের স্বাস্হ্য মন্ত্রনালয়  শিরিন আবু আকলেহকে মৃত ঘোষনা করেছে।তিনি পশ্চিম তীরের ঊত্তর অন্চলের জেনিন শহরের ইসরাইলি অভিযানের নিঊজ কভার করেছিলেন।ঐ সময় তার মাথায় গুলি করা হয়।কথা গুলো বলতে বলতে কেঁদে ফেলেছে নিদা ইব্রাহিম।

তিনি বলেন,শিরিন আবু আকলেহ অনেক বড় মাপের সংবাদিক ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্হিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন তিনি।এই বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোন মন্তব্য করেনি।

শিরিন ছাড়াও এক ফিলিস্হিনি সাংবাদিককেও হত্যা করেছে ইসরাইলি ঊগ্র সেনারা।

জেরুজালেম ভিত্তিক সাংবাদিক আল কুদ্দুস পত্রিকার সাংবাদিক আলী সৌমিগীকেও গুলি করেছে ইসরাইলি সেনারা।এখন তার অবস্হা স্হিতিশীল।

এই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে

সূত্র-আল জাজিরা

বিডি টুডে নিঊজ টুডে

চট্টগ্রাম থেকে প্রকাশিত/