[gtranslate]

ইতিহাস সৃষ্টিকারী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২২, ১২:১৯ পূর্বাহ্ণ / ৩৩৫
ইতিহাস সৃষ্টিকারী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

দক্ষিন আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের  একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতেছে সফরকারী বাংলাদেশ দল।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী দক্ষিন আফ্রিকাকে হারানোর জন্যে সংশ্লিষ্ট সকল খেলোয়াড়,জাতীয় ক্রিকেট দলের কোচ ও কর্মকর্তা এবং কর্মচারী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম ওয়ানডেতে দক্ষিন আফ্রিকাকে ৩৮ রানে এবং তৃতীয় ওয়ানডেতে   ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।দ্বিতীয়  ওয়ানডেতে সাত উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

ছবি- সংগৃহীত

বিডি টুডে নিঊজ ডেস্ক