[gtranslate]

ইউক্রেন সংকট মোকাবেলায় ন্যাটো জোটের দৃঢ়সিদ্বান্ত নেয়া উচিত-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২২, ৬:০৮ পূর্বাহ্ণ / ৬৪
ইউক্রেন সংকট মোকাবেলায় ন্যাটো জোটের দৃঢ়সিদ্বান্ত নেয়া উচিত-

এরদোগান বলেছেন,ন্যাটো ও ইউরিপীয় ইউনিয়ন ইউক্রেন সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।এরদোগান ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেন,ন্যাটো জোটের আরো দৃঢ় সিদ্ধান্ত উচিত ছিল।তুরুস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এই সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেন,রাশিয়ার পদক্ষেপ নিন্দা জানানো যথেষ্ট নয়।তিনি আশা করেন যে,আজ ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে,সেই বৈঠকে একটা সিদ্ধানমূলক সিদ্ধান্ত নেয়া হবে।

তুরুস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতিতে বলা হয়,ইউক্রেনের রাজনৈতিক ঐক্য,স্বায়ত্বশাসন ও  আন্চলিক অখন্ডতার প্রতি আমাদের সমর্থন অব্যহত থাকবে।