[gtranslate]

ইউক্রেনে তাতার মুসলিমদের জীবন বাঁচাতে তুরুস্কের উদ্ধার অভিযান-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ / ৫২
ইউক্রেনে তাতার মুসলিমদের জীবন বাঁচাতে তুরুস্কের উদ্ধার অভিযান-

যুদ্ধবিধস্হ ইউক্রেন থেকে তাতার মুসলিমদের উদ্ধার করে নিজ দেশ তুরুস্কে নিয়ে যাচ্ছে।বৃহস্প্রতিবার এমন সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

বৃহস্প্রতিবার দইয়ের অধিক মুসলিমকে উদ্ধার করে তুরুস্কে নিয়ে যাওয়া হয়েছে।এসব তাতার মুসলিরা তুরুস্কে পৌঁছার পর তাদেরকে স্বাগত জানান,কির্কলারেলি প্রদেশের ডেপুটি গভর্নর মেহমেত ফারুক সয়দিন ও অন্যান্য সরকারি কর্মকর্তাগন।এসব তাতার মুসলিমদের সাথে ৯৮ জন শিশুও ছিল।এসব তাতার মুসলিমদের ফুল এবং শিশুদের খেলনা দিয়ে বরন করেন সরকারি কর্মকর্তারা।

তুরুস্ক সরকারের জরুরী সেবা প্রদানকারী সংগঠন ন্যাশনাল মেডিকেল রেসকিউ টিমের ডাক্তারা তখন উপস্তিত ছিলেন।ডাক্তারা এসব শিশুদের চিকিৎসা দেন।কারন তারা দীর্ঘ পথ অতিক্রান্ত করার ফলে অসুস্হ হয়ে পড়েছিল।তাতার মুসলিমারা স্বস্হি করেন এবং বলেন,আমরা তুর্কী প্রেসিডেন্ট এবং সরকারী কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।