[gtranslate]

আসন্ন রমজানে অফিস সময় সূচী-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২২, ৯:২৯ পূর্বাহ্ণ / ১৮২
আসন্ন রমজানে  অফিস সময় সূচী-

সাংবাদিকদের ব্র্রিফিং করছন মন্ত্রীপরষদ সচিব খন্দকার আনোয়ারু ইসলাম।ছবি- সংগৃহীত

আসন্ন রমজান মাস ঊপলক্ষে অফিসের সময়সূচী নির্ধারণ করেছে সরকার।

সোমবার(২৮শ্ মার্চ)মন্ত্রীসভা সব সরকারী,আধাসরকারীও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানর রোজার মাসের এ সমষসূচী নির্ধরন করেছে।

এবার রমজান মাসে অফিসে চলবে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।এর মধ্যে দুপুর ১.১৫ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্যে বিরতি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্তে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।পরে সাংবাদিদের এ  বিষয় ব্রিফিং করেন ,মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান ব্যাংক,বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে।সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার।

বিডি টুডে নিঊজ ডেস্ক-