[gtranslate]

আল কুরআন-জান্নাতের গুপ্তধন-


মাহাবুবুল আলম মুন্না
প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২২, ৯:২৬ পূর্বাহ্ণ / ১৯০
আল কুরআন-জান্নাতের গুপ্তধন-

প্রতীকি ছবি-

“লা হাওলা ওয়ালা কু আতা ইল্লা বিল্লা”এর অর্থ আল্লাহ ব্যতীত কোন ভরসা নাই।কোন ক্ষমতা বা শক্তি নাই।অর্থাৎ মানুষের ব্যাক্তগত শক্তি সামর্থ ,ক্ষমতা ও সাহস যত বেশীই থাকুক না কেন আল্লাহ তায়ালা তৌফিক না দিলে তা কোন ধরনের উপকারে আসবে না।এবং আল্লাহ তায়ালার সত্তা সবকিছুর ঊর্ধ্বে ,সব শক্তি বস্তু আল্লাহ তায়ালা সামনে একেবারে তুচ্ছ ও ছোট।- এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য।এর ফজিলত সওয়াব অনেক বেশী।

যখন মানুষ নিজের ক্ষমতার বাইরে কোন পরিস্হিতি ও কাজের মুখোমূখি হয় ,যা সম্পাদন করা তার ঊপর কষ্ট সাধ্য হয়ে পড়ে তখন এ বাক্যটি পড়তে হয়।এ ছাড়াও শয়তানের কোন প্রতারনা ও আক্রমণ থেকে বাঁচার জন্যে এই দুআটি পড়া হয়।

আবু যর রাঃ থেকে বর্নিত ,রাসূল সাঃ আমাকে একবার বলেন,আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন গুলোর সন্ধান দিবো না?আমি বললাম হ্যা আল্লাহর রাসূল সাঃ।তিনি বলেন,”লা হাওলা ওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ।”(সহীহ বুখারী-২৯৯২)

বিডি টুডে নিঊজ

ধর্ম ও দর্শন

চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি ইসলামিক অনলাইন পত্রিকা-