[gtranslate]

আল আকসা আক্রমণ প্রসংগে যা বললেন বেল্লা হাদিদ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ / ২৫৫
আল আকসা আক্রমণ প্রসংগে যা বললেন বেল্লা হাদিদ-

মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ। ছবি- সংগৃহীত

রমজান মাসে ইসরাইল কর্তৃক আল আকসা আক্রমণ বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছে মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ।সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা এক্সপ্রেস টিবিঊন

ফিলিস্হানে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে বেল্লা হাদিদ সোচ্চার ভূমিকা পালন করে থাকেন।তিনি তার পৈতৃক নিবাস ফিলিস্হানে ইসরাইলের এমন বর্বরতার বিরুদ্ধে ইনস্টাগ্রামে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।তাছাড়া তিনি সকল সাধারন মানুষকে ইসরাইলের বর্বরতার বিরোদ্ধে সমালোচনা করার আহবান জানান।

এর আগে এই সুপার মডেল ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে ইনস্টাগ্রামে পোষ্ট দিয়ে রেসটিক্টেট হয়েছিলেন।তিনি এবারও ইনস্টাগ্রামে ফিলিস্হানের আল আকসায় ইসরাইলি নৃশংসতার বিবরন দিয়ে বেশ কয়েকটি ভিডিও দিতেছেন।

বেল্লা হাদিদ লিখেছেন আমি আপনাদের প্রত্যেকেই এ ভিডিও গুলো দেখার আহবান জানাচ্ছি।
ভিডিওতে দেখা গেছে,দশ বছরের শিশুকে ইসরাইলিরা গলা টিপে ধরেছে।পাঁচ বছরের শিশুর মাকে গুলি করে হত্যা করেছে।বয়স্কদেরকে স্ক্যাচ থেকে লাথি মেরে ফেলে দিয়েছে।

বেল্লা হাদিদ বলেন,ইসরাইলিরা যদি চায় আমি চুপ থাকি।তারপরও যেন সাধারন ব্যাক্তি হত্যা কারা যেন তারা বন্ধ করে।

সূত্র-দ্যা এক্সপ্রেস টিবিঊন
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/