[gtranslate]

আল আকসায় আর্জেন্টাইন কবির ইসলাম ধর্ম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ / ১১৯
আল আকসায় আর্জেন্টাইন কবির ইসলাম ধর্ম গ্রহন-

ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের আল আকসা মসজিদ প্রাংগনে ইসলাম গ্রহন করলেন লিওনার্দো গ্যাষ্টন হারম্যান নামে এক আর্জেন্টাইন কবি।

বৃহস্প্রতিবার আল জাজিরা এই তথ্যে নিশ্চিত করে ।সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়।নিওনার্দোর ইসলাম গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফিলিস্হিনি সাংবাদিক ওয়াসিম বুখারি।এই ভিডিও তে আল আকসা প্রাংগনে লিও নার্দোকে কালিমায়ে শাহাদাত পাঠ করতে দেখা যায়।এই সময় ফিলিস্হিনি কুটনীতিক মুনাজ্জিদ সালেহ সেখানে ঊপস্হিত ছিলেন।

নএমুসলিমের কালিমা পাঠের মুহুর্তে উপস্হিত সবাই আল্লাহু আকবর তাকবির ধব্নি দিয়ে তাকে স্বাগত জানায়।আর্জেন্টাইন কবি লেখকদের একটি আন্তর্জাতিক সংস্হার প্রধান।

তিনি ১৯৭৫ সনে আর্জেন্টিনায় জন্মগ্রহন করেন।তিনি কবিতা ও সাহিত্যে বিষয়ক বেশ কিছু বই লিখেছেন।গত মংগলবার তিনি অধিকৃত আল কুদ্দুসে (জেরুজালেমে )আসেন এবং ইসলাম গ্রহন করলেন।

বিডি টুডে নিঊজ