[gtranslate]

“আল্লাহু আকবর”ধব্নিতে মুগ্ধ হয়ে জাপানী চিকিৎসকের ইসলাম ধর্ম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২, ২০২২, ১২:৪০ পূর্বাহ্ণ / ১১৫
“আল্লাহু আকবর”ধব্নিতে মুগ্ধ হয়ে জাপানী চিকিৎসকের  ইসলাম ধর্ম গ্রহন-

ছবি- সংগৃহীত

ডাঃ শুতারো তাকাই একজন জাপানি থেরাপি বিশেষজ্ঞ।তিনি”আল্লাহু আকবর” ধব্নি শুনে  মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।জাপানের টোকিও শহরের বাসিন্দা এই চিকিৎসক ।ডাঃ শুতারো বর্তমানে পাকিস্তানের লাহোরে বসবাস করেন।

ইসলাম গ্রহনের পর চিকিৎসক নিজের নাম রাখেন ইসলামের চতুর্থ খলিফা আবু ইবনে আবু তালিব রাঃ এর নামের সাথে মিল রেখে নাম রাখেন আলী।

জাপানে তার পাকিস্তানী বন্ধু মাকসুদ তাকে পাকিস্তানি বন্ধু বাবর বুখরির কথা বলেছিলেন যিনি আল্লাহু আকবর বলে সুস্হ হয়েছিলেন।

জাপানি ডাক্তার বাবর বুখারীর সাথে ফোনে কথা বলেছিলেন।তিনি তাকে পাঁচ মিনিটের জন্যে আল্লাহু আকবর বলতে বলেছিলেন।তিনি আল্লাহু আকবর বলার সাথে সাথে ব্যাথা থেকে মুক্ত ইউন ।ডাঃ.আলী তারপর পাকিস্তানে এসে সৈয়দ বাবর বুখরির সাথে দেখা করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

বিডি টুডে নিঊজ