[gtranslate]

আবারও নিষিদ্ধ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ / ২০০
আবারও নিষিদ্ধ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন-

ফেসবুক এবার তসলিমা নাসরিনকে সাময়িক নিষিদ্ধ করেছে।এটি তার এ ধরনের নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় ঘটনা।বিতর্কিত পোষ্টের কারনে তার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা বলে ধারনা করা হচ্ছে।২১ শে ফ্রেবুয়ারী ও মাতৃভাষা দিবস নিয়ে লিখেছেন  এলেখিকা।কিভাবে বাংলাদেশে মাতৃভাষা দিবস পালিত,তা নিয়ে লিখেছিলেন তিনি।এরপরই তিনি ফেসবুকে সাময়িক নিষেদ্ধ করা  হয়।নিষিদ্ধ করা হয় তার পোষ্ট॥তাই তিনি ব্যাংগ করে বলেছে,একুশে ফ্রেবুয়ারী আমার জন্যে  ঊপহার।

ভারতীয় অভিনেত্রী শাওলি মিত্রের মৃত্যুর পরই মৃত্যু সংক্রান্তে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন।তিনি লিখেছেন,তার মৃত্যুর খবর যেন চারিদিকে প্রচার করা হয়।প্রচার করা ইউক যে আমি আমার দেহ দান করেছি হাসপাতালে,বিজ্ঞান গবেষনার কাজে।তাতে ফেসবুক বুঝেছে যে,তসলিমা নাসরিন আর বেঁচে নাই।সাথে সাথে তার অইডিতে রিমেমবারিং শব্দ যোগ করা হয়।

তসলিমা নাসরিনের দাবী ছিল,জেহাদ আর জেহাদি কিছু লিখলেই ফেসবুক আমার মত একজন মানবাধিকার কর্মীকে নিষিদ্ধ করছে।

সূত্র- আনন্দবাজার পত্রিকা