[gtranslate]

আন্তর্জাতিক সম্মান এর খেতাব এখন আখি আলমগীর এর হাতে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২২, ৩:১৫ অপরাহ্ণ / ২৭১
আন্তর্জাতিক সম্মান এর খেতাব এখন আখি আলমগীর এর হাতে-

আখি আলমগীর বাংলাদেশের সংগীতাংগনের নন্দিত তারকা সংগীত শিল্পী।সব বয়সী শ্রোতা দর্শকের নিকট আখি আলমগীর সমানভাবে সমাদৃত।

বাংলাদেশে একমাত্র সংগীতশীল্পী যিনি অভিনয় ও সংগীত দুই ক্যাটাগরিতেই জাতীয় পুরুষ্কারে ভূষিত হয়েছেন।আমজাদ হোসেনের “ভাত দে”ছবিতে অভিনয়ের জন্যে তিনি পুরুস্কৃত হয়েছিলেন।আবার আলমগীর পরিচালিত ছবিতে অভিমতের জন্যে তিনি পুরুস্কৃত হয়েছিলেন।
দেশের বাইরে থেকেও তিনি আন্তর্জাতিক পুরুস্কারে ভূষিত হয়েছিলেন।কলকাতা থেকে তিনবার এবং দুবাই থেকে একবার তিনি আন্তর্জাতিক পুরুস্কারে ভূষিত হয়েছিলেন।তিনি আবারও আন্তর্জাতিক পুরুস্কার পেয়েছিলেন।গত ৫ ই মার্চ সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত চলচ্চিত্রে বংগবন্ধু শীর্ষক আলোচনা ও বাংলাদেশের চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান ঊৎসব অনুষ্ঠানে আখি আলমগীরের হতে সম্মানা হাতে তুলে দেয়া হয়।
আখি আলমগীর বলেন,সম্মানা দেশের ইউক আর বাইরের হউক এটা ভীষন আমার ভাললাগার কাজ করে।সম্মানাকে আমি কোনদিন ছোট ও বড় হিসেব করে দেখি না।এপর্যন্ত যত পুরুষ্কার পেয়েছি,তা সব আমার বাসায় সাজানো আছে সারিবদ্ধ ভাবে।সার্ক চলচ্চিত্র ফোরাম যে সম্মানা আমাকে দিয়েছে তাও আমার নিকট ভীষন ভাললাগার।আখি আলমগীর গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নেভী হেটকোয়াটারে সংগীত পরিবেশন করেন।