সিআইউর আইন বিভাগের শিক্ষার্থী।ছবি-সংগৃহীত
ঢাকায় অনুষ্ঠিত ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুড কোর্ট প্রতিযোগীতায় সেরা দলের পুরুস্কার পেয়েছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীর একটি দল।
এতে সরকারি বেসরকারি প্রায় ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করেন।সিআইউর তিন সদস্যরা হলেন মোং ইরফানুল ইসলাম,তাসফিয়া রহমান রিফা এবং চৌধুরী নুজহাত সামান্তা।তিন জনই সিআইউর আইন অনুষদের এলএলএমর শিক্ষার্থী।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ঊপস্হিত ছিলেন আপিল বিভাগের বিচারপ্রতি ওবায়দুল হাসান।১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক বিচার আদালতের আদলে এ মুড কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি টুডে নিউজ
আপনার মতামত লিখুন :