[gtranslate]

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা-লেখিকা ফারজানা আজীম


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ১:০০ পূর্বাহ্ণ / ৩৩৯
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা-লেখিকা ফারজানা আজীম

।ফারজানা আজীম। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাপী পালন হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছরের ন্যায়  এবারও বাংলাদেশে ৮ ই মার্চ  বিশ্ব নারী  দিবস উদযাপিত হয়েছে। এই নারী দিবস নারীদের জন্য  তো বটেই  পুরুষদের জন্যওবিশেষ দিন। তাইতো  এদিনে সবাই একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করে। সারা বিশ্বজুড়ে ৮ই মার্চ  পালিত হয় নারী দিবস ।  নারীদের সম অধিকার  আদায়ের লক্ষে পালিত হয় এই দিনটি।
(প্রিয় নারী) শুরু থেকেই  নিঃস্বার্থ ভালোবাসা এবং নিজের সবকিছু দিয়ে মানবজাতি কে প্রতিষ্ঠা করেছেন।
আল্লাহ আপনাকে আরো শক্তি  ও  ভালোবাসা প্রদান করুন।  নারী সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি। নারী ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব।

নানা দিক থেকে মহিলারা অনুপ্রেরণা হিসেবে কাজ করে।তারা অসাধারণভাবে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন পরিচালনা করে। নারী  নিজেই জানে না তার মধ্যে  কতটা ক্ষমতা লুকিয়ে আছে।  সবাইকে  নিজের আলোয় আলোকিত করে নারী।  নারীর অধিকারকে সবার সামনে তুলে ধরার জন্য পালিত হয় দিনটি।
তারা চায় মুক্ত আকাশ, তারা চায় উড়তে , ডানার দাবি তারা জানায় না কখনো কারণ ইচ্ছাশক্তি তাদের রক্তে।
আমাদের চারপাশে সুবিধা বঞ্চিত নারীদের জানাই নারী  দিবসের শুভেচ্ছা।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত হয়েছে। তাই আশা করব আমাদের চারপাশে যেসব সুবিধা বঞ্চিত নারীরা আছেন তারা এখন আর সুবিধা বঞ্চিত হবেন না।
শুধু নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে কাজ শেষ করলে হবে না, আমাদের উচিত তাদের দিকে সু-নজর দেওয়া যেন তারা আর সুবিধা বঞ্চিত না হয়।
আলাদা করে এই দিনটি কোন মাহাত্ম্য আমার কাছে নাই। আমি মনে করি বছরের সবকটা দিনই আমার। সবি নারীর দিন। আমরাই একমাত্র প্রাণের সৃষ্টি করতে পারি। এর চেয়ে গর্বের আর কি আছে? সময় বিশেষে আমরাই হয়ে উঠি দশভূজা। আবার কখনো চমুন্ডা কালিও হয়ে উঠতে পারি আমরা। আমাদের অনেক রূপ।
নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার হয় না।
সব সফল ও স্বাধীন মহিলাদের অতীতে একটা বাচ্চা মেয়ে আছে, যে পরে গিয়ে উঠে দাঁড়িয়েছে এবং বুঝতে শিখেছে যে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন না।
নারীদের সম্মান  করতে শেখো কারণ তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব হয়ে পড়তো।
নারী তোমাদের সব স্বপ্ন সফল হোক, উচ্চাশা হোক পূরণ। আন্তর্জাতিক নারী দিবসে তোমাদের প্রতি এই শুভ কামনা রইল।
বাগানে প্রজাপতি আনার জন্য যেমন প্রজাপতির পেছনে দৌড়ে কোন লাভ নাই তেমনি সমাজকে সুন্দর ও সমৃদ্ধ করার জন্য বিশেষ কোনো কর্মসূচির প্রয়োজন নাই। প্রজাপতির জন্যে প্রয়োজন ফুলের বাগান আর সুস্থ সুন্দর ও সমৃদ্ধ সমাজ ব্যবস্থার জন্য প্রয়োজন যথাযথ নারীর প্রতি সম্মান। নারীর প্রতি সম্মানই আনতে পারে পরিবার তথা সমাজে সুখ সমৃদ্ধি ও শান্তির। সুখ শান্তি আর সম্মানে ভরে উঠুক প্রতিটি নারীর জীবন। আমার মনে হয়  এটাই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য। সকল নারীর প্রতি রইল নারী দিবসের অফুরন্ত শুভেচ্ছা। শুভ হোক আন্তর্জাতিক নারী দিবস সকল সুবিধা বঞ্চিত নারীদের জন্য।