হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,” যার অন্তরে সরিষা পরিমান অহংকার রয়েছে,সে জান্নাতে প্রবেশ করতে পারবে না”।(সহীহ মুসলিম )
নিজেকে ছোট মনে করাটাকে অনেক পরাজয় মনে করতে পারে।কিন্তু নিজেকে ছোট মনে করতে পারাটা যে কত বড় মনের পরিচয় দেওয়া তা জ্ঞানী লোকেরা ভাল বুঝতে পারবে।জ্ঞানী লোকেরা বলেন,তৃতীয় স্হরে অনুভূতি সম্পন্ন লোকেরা সব সময় নিজেকে জ্ঞানী ও মর্যাদা সম্পন্ন লোক মনে করেন।
দ্বিতীয় স্তরের অনুভুতি সম্পন্ন লোকেরা নিজেকে বেশী জ্ঞানী মনে না করলেও মোটামোটি জ্ঞানী মনে করে
প্রথম স্হরের অনুভূতি সম্পন্ন জ্ঞানী লোকেরা নিজেকে মনে করেন,জ্ঞানের পাঠশালার একজন ছাত্র মাত্র।জ্ঞানের রাজ্যের কোন সীমানা নাই।যে নিজেকে জ্ঞানী মনে করবে সেতো আর কিছু অর্জনে তৎপর হবে না।
চলমান-
আপনার মতামত লিখুন :