আত্নবিশ্বাসঃ-সন্তানদের সাথে অন্তরঙ্গ হওয়ার সহায়ক বাক্য সমূহ-
মাহাবুবুল আলম মুন্না-
আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশী ভালবাসেন।প্রত্যেকেই চাই তার সন্তান বেড়ে ঊঠুক একজন সফল ও ভাল মানুষ হিসেবে।আর তাই নিজের সন্তানের দেখাশুনার কোন ত্রুটি রাখতে চাই না কেঊ।আপনার আদরের সন্তান কিছু বিশেষ কথা জানানো জরুরী।
আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন ,”তোমার ঊপর আমার বিশ্বাস আছে।তাকে বিশ্বাস করে ছোট খাট কিছু দায়িত্ব দিন।তাহলে তার মাঝে কিছু আত্মবিশ্বাস বাড়বে।এবং সে আপনাকে আরো বেশী ভালবাসবে।
সন্তানকে প্রতিদিন অন্তত পক্ষে একবার করে বলুন,”সে যেন হাল ছেড়ে না দেয়।প্রতিটি কাজেই তাকে ঊৎসাহ দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে মানা করুন।তাকে বলুন,ধৈর্য্য ধরে এগিয়ে গেলেই সাফল্য আসবে।
কোন কিছু না পারলে তাকে বকা ঝকা না করে আরো বেশী অনুশীলন করতে বলুন।তাকে সমসময়ে এটা বলুন যে,বারবার অনুশীলন করলেই সে”পারফেক্ট” হতে পারবে।বকাঝকার আশ্রয় নেয়া চলবে না।এতে হিতোপদেশ বিপরীত হবে।
প্রতিটি “এক্সপার্ট” মানুষ এক সময় আনাড়ি ছিল।এই কথাটি আপনার সন্তানকে প্রতিদিন বুঝিয়ে বলুন। এতে তার সাহস ও মনোবল বাড়বে।
ব্যর্থতা কোন অপরাধ নয়।এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন।আপনার সন্তান কখনো ব্যর্থ হলে তাকে বকাঝকা না করে ব্যর্থতাকে ভূলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন।
প্রতিদিন আপনার সন্তানকে জানিয়ে দিন তাকে আপনি কত ভালবাসেন।খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময়ে সেটাকে কাজে লাগানোর ঊৎসাহীত করুন।
পরিবার হলো সবচাইতে নিরাপদ জায়গা।এতে সে নিজেকে নিরাপদ ভাববে এবং পরিবারের প্রতিও সে ভালোবাসা দেখাবে।
বিডি টুডে নিঊজ
পরিবার লাইফ স্টাইল
আপনার মতামত লিখুন :