[gtranslate]

আগামী ১২ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক গভর্নর ছাড়া চলবে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ / ২৩৮
আগামী ১২ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক গভর্নর ছাড়া চলবে-

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে গত ছয় বছরের বেশী সময় ধরে  দায়িত্ব পালন পর গত রোববার থেকে অবসরে গেছেন ফজলে কবির।

বর্তমানে নিয়োগপ্রপ্ত আবদুর রঊফ তালুকদার আগামী ১২ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষপদে যোগদান করবেন।তিনি সরকারি চাকরীর নিয়ম অনুযায়ী অর্থসচিব হিসেবে দ্রুত অবসর নেন।

ফলে এই অন্তর্বতী সময়ের জন্যে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরবিহীন থাকে।অর্থ মন্ত্রনালয়ের একটি অফিস আদেশে ডেপুটি গভর্নরদের তাদের নিজ নিজ বিভাগের কর্তৃপক্ষের প্রধান হিসেবে দেখাশোনা করার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মূখপাত্র সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন,গভর্নর এর অনুপস্হিতে ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।

অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊপসচিব জিহাদ ঊদ্দিন রোববার এ সংকান্ত একটি অফিস আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংকে পাঠান।

আদেশে বলা হয়েছে,বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা ৪ জুলাই(সোমবার)থেকে নতুন গভর্নর যোগদান না করা পর্যন্ত দৈনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বার্থে নিজ নিজ ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

সূত্র- ইউএনবি

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা