[gtranslate]

আকিজ ঊদ্দিন চৌধুরীর ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংকে “এসইভিপি”হিসেবে পদন্নোনতি লাভ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ৪:৩০ অপরাহ্ণ / ১৮৯
আকিজ ঊদ্দিন চৌধুরীর  ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংকে “এসইভিপি”হিসেবে  পদন্নোনতি লাভ-

আকিজ ঊদ্দিন চৌধুরী-

নিজস্ব প্রতিবেদক

ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংক লিঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী ব্যাংক।এ ব্যাংকে আকিজ ঊদ্দিন চৌধুরী  এসইভিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন।যা ১ জুলাই ২০২২ থেকে কার্যকর।এটা ছিল তার স্পেশাল প্রমোশন।ফার্স্ট সিকিকিঊরিটি ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকে কর্মরত ছিল।তিনি পটিয়া থানার এক মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি স্নাতকাত্তর ডিগ্রী লাভ করেন।তিনি অত্র ব্যাংকের চেয়ারম্যান এর পি এস হিসেবে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।কর্মজীবনে তার অনেক বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়।তিনি অত্যন্ত সৎ ও দায়িত্ব পরায়ন,ধর্ম পরাায়ন ও পরোপকারী।

দাপ্তরিক কাজে তিনি ইটালী,যুক্তরাজ্য,আরব আমিরাত,সিংগাপুর,মালেশিয়া,সৌদি আরব,থাইল্যান্ড ও সুইজারল্যান্ড সহ অনেক দেশ সফর করেন।

তার এ সফলতার জন্যে বিডি টুডে নিঊজের নির্বাহী সম্পাদক মাহাবুবুল আলম মুন্না অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।তার উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা