ছবি- সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াক কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সলেন্ট ক্লাসে ভূষিত হয়েছে।পাকিস্তানের ইন্টার সার্ভিসস পাবলিক রিলেশন্স( আইএসপিআর)রোববার এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়,দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগীতায় তাৎপর্য ভূমিকার স্বীকৃতি হিসেবে সৌদি ক্রাঊন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ জেনারেল বাজওয়াকে সৌদি আরবে প্রতিষ্ঠাতার নামে প্রবর্তিত এ অর্ডার অব মেরিটে ভূষিত হবেন।
পাকিস্হানের সেনাপ্রধান বর্তমানে সৌদি আরব সফর করছেন।সফরকালে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ,প্রথম উপপ্রধান মন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফায়েদ বিন হামেদ আল রুয়ালি,চিফ অব জেনারেল স্টাফ সৌদি আর্মস ফোর্সেস এর সাথে সাক্ষাত করেন।
সূত্র-জিও নিঊজ
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :