[gtranslate]

অভিনেত্রীকে জরিমানা করার ঘটনা চ্যালেন্জ করে হাইকোটে রিট-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২২, ৭:১২ অপরাহ্ণ / ২৪৪
অভিনেত্রীকে জরিমানা করার ঘটনা চ্যালেন্জ করে হাইকোটে রিট-

গত ১৯ শে ফ্রেবুয়ারী  বই মেলা ঢাকার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেড মনীষা রানী কর্মকার ভ্রাম্যমান  আদালত পরিচালনা করেন।অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়।এই ঘটনা চ্যালেন্জ করে হাই কোটে রিট করা হয়।ঘটনার ভিডিও সরানোর নির্দেশ চাওয়া হয়েছে।

রোববার বিচার প্রতি মামনুর রহমান ও দিলীরুজ্জামানের হাইকোট বেন্জে এই আবেদন করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,অর্থদন্ড দেওয়ার ওই নারী ম্যাজিষ্টেড সাথে তর্ক করেছিলেন।ওই নারী উত্তেজিত হয়ে বলেছে,তাকে কেন ক্যামেরার সামনে হেনস্হা করা হচ্ছে?পরে জানা যায়,ঐ নারী অভিনেত্রী নাফিসা তুষি।তাকে দুইশ টাকা জরিমানা করা হয়।ঐ নারীর অভিযোগ কেন অনুমতি ছাড়া ভিডিও করবে?গনমাধ্যমেকে অভিনেত্রী নাফিসা এসব বিষয় তুলে ধরেন।