অপশোর ব্যাংকিং ইউনিট বা ইউবিঊর কার্যক্রম নিয়ে নির্দেশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (২১ শে মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দশনা জারি করেছে।
এতে জানানো হয়,নতুন অপশোর ব্যাংকিং ইউনিট কার্যক্রম চালু হওয়ার সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সহ ওবিইউ কোডের জন্যে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগে আবেদন করতে হবে।দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে পাঠানো হয় এই নির্দেশনা।
নির্দেশনায় বলা হয়েছে,অর্থনৈতিক কার্যক্রমের সংগে সংগে অপশোর ব্যাংকিং কার্যক্রম দ্রুতগতিতে বাড়ছে।ফলে সঠিকভাবে ওবিইউর তথ্য ঊপাত্ত সংগ্রহ ,সংকলন ও সংরক্ষনের প্রয়োজনে প্রতিটি ওবিইউর জন্যে একটি করে কোড বরাদ্দের প্রয়জনীয়তা দেখা দিচ্ছে।অপশোর ব্যাংকিং ইউনিটের তথ্য উপাত্তের রিপোটিং সঠিকভাবে করতে এই নির্দেশনা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে,কোন ওবিইউর কার্যক্রম বন্ধ করতে হলে,সাত কর্মদিবসে কোড বাতিলের জন্যে জানাতে হবে পরিসংখ্যন বিভাগকে।এছাড়া আগের বরাদ্ধ করা ওবিইউ কোডগুলো(এফইপিডি থেকে বরাদ্ধ কোডসহ)বলবৎ থাকবে।
সূত্র- বাংলাদেশ ব্যাংক
আপনার মতামত লিখুন :