মাহাবুবুল আলম মুন্না-
জম্মভূমিকে নিয়ে বর্নিত হাদিস””হব্বুল ওয়াতনে মিনাল ঈমান”এর অর্থ হলো,জম্মভূমিকে ভালোবাসা ঈমানের অংগ।মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসতে হবে।নিজের প্রয়োজন মেটাবার জন্যে মাতৃভূমির কাছে নিজের দাবী ঊখাপন করতে হবে।
আমাদের দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা।অন্যে দেশের”রিফিউজির” জীবনের চেয়ে এদেশে বসবাসই আমাদের জন্যে অনেক গৌরবের।অনেক অপরাধ করতে পারে ,এটা আমাদের বাঙ্গালী সমাজের চরিত্রের প্রতিফলন।দেশ ছাড়বেন জ্ঞান আর ঊপার্জনের মানসিকতা নিয়ে।লোভ আর বিলাসিতার মানসিকতা নিয়ে নয়।ঊন্নত চরিত্র গঠনের জন্যে ধর্মীয় শিক্ষা অর্জনই যথেষ্ট।ইসলাম এমন একটি ধর্ম যার মাঝে” নাই” বলতে কিছুই নাই।অর্থ- বিত্ত আর বিদেশ অবস্হান ভালো মানুষ মাপার মানদন্ড নয়।বরং যার মাঝে ধর্মীয় এলেম(ইসলাম)শিক্ষা নাই সে কোন মানুষের পর্যায়ে পড়ে না।
একটি লক্ষ্যে দাড়িয়ে সবাই একই সূরে গান গাইতে পারলে এতোদিনে আমরা অনেক ঊন্নতি করতে পারতাম।আমাদের মেধা আর চেতনার কোনো ঘাটতি ছিল না।কিন্ত সূরে স্খলন ঘটানোর বদ অভ্যাস ত্যাগ করতে পারেনি।এক ধরনের লোকদের কাজ হলো,ঊদার চিন্তার মূখে সীসা ঢেলে দিয়ে মানুষকে গোড়া ও সন্দেহ প্রবন করে তোলা,যেন দ্বন্দের খেলাটা ভালোভাবে জমে ঊঠে।
”আমার দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি”-এই দেশাত্নকবোধক গানটির ভাবার্থকে ভালোভাবে হ্রদয়গ্রাহী করে নিয়ে দেশকে আমরা গভীর ভাবে ভালবাসতে শিখি।সুতরাং আমরা নিজের জম্মভুমিকে প্রানের মত ভালোবেসে প্রতিদিন মূল্যবোধ তৈরী করবো।এই মহত কাজটি করার জন্যে শাসকের দিকে চেয়ে থাকবো না।শাসকই একদিন আমার মতো অগণিত শুদ্ধ ও সুন্দর মানুষের কর্ম ও বোধকে মূল্যবোধ হিসেবে গ্রহন করবে।প্রতিদিন হিংসা,ঘৃনা ও অকথ্য সমালোচনার ডালা নিয়ে বসে হতাশার অনুসংঘ তৈরি করবে না।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :