[gtranslate]

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দাবী ডাঃ জাফরুল্লাহ


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ / ২১০
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দাবী ডাঃ জাফরুল্লাহ

ছবি-সংগৃহীত

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গনস্বাস্হ্যের প্রতিষ্ঠাতা  ডাঃ জাফরউল্লাহ চৌং বলেছেন,দেশের অবস্হা এখন করুন।দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে জনগন দিশেহারা।সুশাসন ও জনকল্যাণকর রাষ্ট্র দরকার।কল্যানকর রাষ্ট্রপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে  হবে।

  • দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না ঊল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন,দয়া করে আর ঊল্ঠা পাল্টা করবেন না।জনগনের রাগ ক্ষোভ কমাতে অন্তর্বরতীকালীন সরকারের অধীনে নির্বাচন দিন।
  • দেশের সার্বিক পরিস্হিতি তুলে ডাঃজাফরুল্লাহ চৌং বলেন,অনেকে বলেছেন,আমাদের দেশ শ্রীলংকার মত অবস্হা হবে না।আপনারা তা কিভাবে জানলেন?
  • ডাঃজাফরুল্লাহ আরো বলেন,ভারত হল এশিয়ার দ্বিতীয় ইসরাইল।এই ইসরাইল গুলি করে আল জাজিরার এক সাংবাদিককে হত্যা করেছে।এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

জনসভায় জোনায়েদ সাকী বলেন,আওয়ামিলীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়।শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে।এ সময় তিনি বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে হস্তক্ষেপ বন্ধ ওভারতের আগ্রাসী নীতির পরিবর্তনের আহবান জানান।

বিডি টুডে নিঊজ

চট্টগ্রাম থেকে প্রকাশিত/