সংসদে পাস হওয়া “ব্যাংকার বহি সাক্ষ্য আইন-২০২১”নতুন এ আইনে এনবিএফআই এর কোন কর্মকর্তা বা কর্মচারী অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য করো নিকট কোন গ্রাহকের তথ্যে প্রকাশ করলে সর্বোচ্ছ তিন বছরের কারা দন্ড বা দশ লাখ টাকা জরিমানা বা ঊভয় দন্ডে দন্ডিত হবে।এ আইনের অধীনে অপরাধ আমলযোগ্য,জামিনযোগ্য ও আদালতের সম্মতি আপসযোগ্য হবে বলে বিধান রাখা হয়েছে।
রোববার(২০ শে ফেব্রুয়ারী)বাংলাদেশ ব্যাংক এর আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্তে একটি নির্দেশন জারি করে এনবিএফআই এর ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নিকট পাঠিয়েছে।এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর একই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।সার্কুলারে ব্যাংকার্স বুকস এভিডেন্স-১৮৯১ রহিত করা হয়েছে।”ব্যাংকার্স বহি সাক্ষ্য আইন-২০২১” গত ৭ ই ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :