[gtranslate]

অনুচিত ও বেআইনি আক্রমণ অবসান এর আহ্ববান-আন্কারা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ / ৫৩
অনুচিত ও বেআইনি আক্রমণ অবসান এর আহ্ববান-আন্কারা-

ইঊক্রেনে রাশিয়ান সেনা হস্হক্ষেপ “অগ্রহণযোগ্য “তা প্রতাখান করেছে তুরুস্ক।বৃহস্প্রতিবার এক বববৃতিতে ইঊক্রেনে  রাশিয়ার অনুচিত ও বেআইনি আক্রমণ বন্ধের আহ্ববান জানান আন্কারা।

তুরুস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়” ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর আক্রমনকে অগ্রহণযোগ্য মনে করছি এবং তা আমরা  প্রত্যাখ্যান করছি।”

এ হস্হক্ষেপ শুধু মিনস্ক চুক্তি ভংগ করা নয়,এটা অধিকন্ত আন্তর্জাতিক আইনেরও একটি বড় লংঘন।এটি আমাদের অন্চল ও বিশ্ব নিরাপত্তার জন্যে হুমকি তৈরী করেছে।

ইউক্রেনের রাজনৈতিক ঐক্য,স্বায়ত্বশাসন ও আন্চলিক অখন্ডতার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

রাশিয়া ইউক্রেন আক্রমণের কিছুক্ষন পরই এ প্রতিক্রিয়া জানালো তুরুস্ক।

সূত্র-আনাদোলো এজেন্সী