[gtranslate]

অতি ঊৎসাহীদের কারনে বিড়ম্বনা-চমেক চিকিৎসক


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ / ১৯০
অতি ঊৎসাহীদের কারনে বিড়ম্বনা-চমেক চিকিৎসক

সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরনে হতাহতের পাশে দাড়িয়েছে মানুষ।এটা চট্টগ্রামের মানুষের মানবিকতার সত্যি একটি দৃষ্টান্ত।তবে,দুঃখজনক হলেও সত্য,সাধারন মানুষের মানবিকতার পাশাপাশি কিছু অতি ঊৎসাহী মানুষের কারনে চিকিৎসকদের চিকিৎসা দিতে ভোগান্তি হচ্ছে।কেননা কিছু মানুষ অকারনে ভিড় জমাচ্ছে।যার জন্যে চিকিৎসা দিতে ভোগান্তির শিকার চিকিৎসকরা।

বার্ন ইউনিটের চিকিৎসকরা বিডি টুডে নিঊজকে জানায়,পোড়া ও দগ্ধ রোগীরা সাধারন রোগীদের চেয়ে ক্রিটিক্যাল হয়ে থাকে।তাদের সুস্হ হতে বাঁধা দেই,ধুলোবালি থেকে ছড়ানো সংক্রমন।কিন্তু হাসপাতালে কিছু মানুষ এসেছে তাদেরকে দেখতে।

সরজমিনে দেখা যায়,হাসপাতালের ছয় তলায় বার্ন ইঁউনিটের সামনে শত শত মানুষের ভিড়।এসব অতি ঊৎসাহী জনতাদের ভিড় না জমানোর অনুরোধ জানিয়েছেন বার্ন বিশেষজ্ঞর।

বিডি টুডে নিঊজ